শিক্ষক/ শিক্ষিকা কর্তৃক পাঠদান ও শ্রেণী কক্ষের সার্বিক পরিস্থিতি পর্যবেক্সনের জন্য নিয়মিত মনিটরিং করা হয়। এছাড়া শব্দ সহ সিসি ক্যামেরা কার্যক্রম খুব শীঘ্রই স্থাপন করা হবে। ফলে প্রতিটি শ্রেণী কক্ষে কি পড়ানো হচ্ছে তা প্রধান শিক্ষক তাঁর কক্ষে বসে শুনতে পাবেন। আবার তাঁর কোন মতামত থাকলে তিনি মাইক্রোফোন অন করে নির্দিষ্ট ক্লাশটিতে কথা বলতে পারবেন। এছাড়া স্মার্টকাডে হাজিরা, অনলাইন মার্কশীট, অনলাইন বেতন গ্রহণ, অনলাইন রেজাল্ট, অভিভাবকের নিকট এসএমএস প্রেরন ইত্যাদি কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে।
Copyright © 2017 All rights Reserved
Powered by: Rapid IT