মানব জাতির সূচনা লগ্ন থেকে প্রাকৃতিক পরিবেশ ও বাস্তব অভিজ্ঞতা থেকে মানুষ প্রতিনিয়ত জ্ঞান ও কৌশল আয়ত্ব করে চলেছে। আর শত সহস্র বছরেরর সঞ্চিত অর্জিত জ্ঞান এবং বাস্তব ভিজ্ঞতা শেখানো হয় শিক্ষা প্রতিষ্ঠানে। যুগের প্রয়োজনে মানবের কল্যাণে সমাজহিতৈষী ব্যক্তিরা কখনো কখনো শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকায় অবতীর্ন হন। ড্রেন্ডস ডেভলাপমেন্ট সোসাইটি এমনই একটি সমাজ হিতৈষী প্রতিষ্ঠান। ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ, যোগ্য, আদর্শ ও সুনাগরিক রূপে গড়ে তোলার অভিপ্রয় নিয়েই ফ্রেন্ডস ডেভলাপমেন্ট সোসাইটি কুমিল্লা জেলার তিতাস উপজেলার জিয়ারকান্দি গ্রামে প্রকৃত ও মানসম্মত শিক্ষার পাঠস্থান হিসাবে প্রতিষ্ঠা করেছে, মাতৃছায়া মডেল স্কুল এন্ড কলেজ। ম্যানেজিং কমিটির সময়োপযোগি নির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধান, শিক্ষকবৃন্দের ঐকান্তিক প্রচেষ্টা, শিক্ষার্থীদের নিরলস অধ্যয়ন ও অধ্যবসায় এবং অভিভাবক ও সংশ্লিষ্ট সকলের সম্মিলিত সহযোগিতায় বিদ্যালয়টি অচিরেই তার অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবে বলে আমার দৃঢ় বিশ্বাস। মো: আরিফুর রহমান অধ্যক্ষ মাতৃছায়া মডেল স্কুল এন্ড কলেজ।
Copyright © 2017 All rights Reserved
Powered by: Rapid IT